Farmers Academy | Editor's Pick

Editor's Pick


সীতাকুণ্ডের শিম যাচ্ছে বিদেশে

সীতাকুণ্ডে উৎপাদিত শিম দেশের অভ্যন্তরে যেমন নাম-ডাক অর্জন করেছে, তা দেশ পেরিয়ে বিদেশের মাটিতে গিয়ে অর্থ উপার্জন করে আনছে। বিশেষ করে প্রতি বছর ভারত, পাকিস্থান, কুয়েত, কাতার, সৌদী আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে এই সবজি। সারা বছর শিম চাষ যাতে করা যায় সে লক্ষ্যে কাজ করছে উপজেলা কৃষি অফিস।